প্রসব যন্ত্রণায় কাতর আদিবাসী মা-কে নিজের গাড়িতে ৭০ কিমি পথ পেরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলেন ডাক্তারবাবু


Odd বাংলা ডেস্ক: করোনা মহামারির কারণে যেখানে সাধারণক্ষেত্রে চিকিৎসা পাওয়াটা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। করোনা মোকাবিলায় প্রাণপণ চেষ্টা করেছেন, তার মধ্যে দিয়ে ফুটে উঠল চিকিৎসকের আর এক মানবিক দিক। 

এক আদিবাসী প্রসূতি মহিলাকে নিজের গাড়ি করে প্রায় ৭০ কিলোমিটার রাস্তা পেরিয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান ওই চিকিৎসক। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই ওই চিকিৎসকের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন নেটিজেনরা। এরপর ওই স্বাস্থ্যকেন্দ্রেই একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ওই মহিলা। জন্মের পর সন্তান এবং মা দুজনেই সুস্থ রয়েছেন।


মঙ্গলবার সন্ধেবেলা কোলারাম গ্রামের ২৮ বছর বয়সি আদিবাসী মহিলা গাত্তি মনজুলার প্রসব বেদনা শুরু হয়। কিন্তু তাঁর গ্রাম থেকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রের দূরত্বও প্রায় ২০ কিলোনিটার। কিন্তু করোনার কারণে মেলেনি কোনও অ্যাম্বুলেন্স। এরপর ওই মহিলার পরিস্থিতির কথা জানতে পেরে জঙ্গলের পথে গাড়ি নিয়ে মেডিক্যাল অফিসার ডঃ মহম্মদ মুকরাম পৌঁছে যান তাঁর বাড়িতে। এরপর প্রসূতিকে গাড়িতে তুলে রওনা দেন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের দিকে। গাড়িতে তাঁর সঙ্গে ছিলেন একজন আশাকর্মী পদ্মা।

ডাক্তারবাবু জানিয়েছেন, এটি একটি এমার্জেন্সি পরিস্থিতি তৈরি হয়েছিল। তাঁকে তৎক্ষনাত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়াটা আবশ্যিক ছিল, কিন্তু অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করারও সময় ছিল না। আর সেইকারণেই তিনি নিজের করেই প্রসূতিকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়েছিলেন। 
Blogger দ্বারা পরিচালিত.