নেই এন৯৫ মাস্ক, নেই পিপিই কিট, ধর্মঘটের পথে আহমেদাবাদের একটি হাসপাতালের জুনিয়ার ডাক্তাররা


Odd বাংলা ডেস্ক: করোনা মোকাবিলায় প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন যাঁরা, সেই স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদেরই প্রাণ বিপন্ন। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে ভাষণ দিতে এসে জানিয়েছেন যে, দেশে প্রতিদিন ২ লক্ষ পিপিই কিট এবং ২ লক্ষ ফেস মাস্ক তৈরি করা হচ্ছে। কিন্তু পিপিই কিট পাচ্ছেন না আহমেদাবাদের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। 

আর এর ফলে কার্যত প্রাণ সংশয়ের ঝুঁকি বাড়ছে প্রতি নিয়ত। আর এই কারণেই ধর্মঘটের পথে এগোলেন চিকিৎসকরা। তাঁদের অভিযোগ প্রাণ হাতে করে করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন তাঁরা, কিন্তু তাঁদের কাছেই নেই পিপিই কিট এবং এন৯৫ মাস্ক। আর সেই কারণেই এলিসব্রিজের এসভিপি হাসপাতালে ধর্মঘট পালন করছেন একশোরও বেশি জুনিয়র ডাক্তার। তাঁদের মধ্যে একজন জানিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তাঁদের জানানো হয়েছে, সাধারণ মাস্ক পরেই কোভিড ওয়ার্ডে যেতে হবে অথবা নিজের টাকায় এন৯৫ মাস্ক কিনে পরতে হবে।

এই ঘটনা প্রকাশ্যে আসায় ফের প্রশ্নের মুখে প্রশাসন। তবে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, হাসপাতালে পিপিই-র কোনও ঘাটতি নেই। নির্দেশিকা মেনে সকলকে এন৯৫ মাস্ক এবং পিপিই কিট দেওয়া হয়েছে। 
Blogger দ্বারা পরিচালিত.