চিকিৎসকরা ভেবেই নিয়েছিলেন বরিস জনসন আর বাঁচবেন না! করোনা যুদ্ধ জিতে সেই কাহিনিই শোনালেন প্রধানমন্ত্রী
Odd বাংলা ডেস্ক: করোনার থাবা থেকে কার্যত বরাত জোরেই বেঁচে ফিরেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। কারণ চিকিৎসকরা ধরেই নিয়েছিলেন আর হয়তো তিনি বাঁচবেন না। করোনা যুদ্ধ জিতে ফিরে এসে সেই কথাই জানালেন বরিস জনসন।
একটি ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে বরিস জনসন জানান যে, একথা অস্বীকার করার কোনও জায়গাই নেই যে, পরিস্থিতি খুবই কঠিন ছিল। তিনি বলেন যে, তাঁর চিকিৎসকরা ধরেই নিয়েছিলেন যে, তাঁকে আর বাঁচানো যাবে না। এমনকি তাঁরা প্রধানমন্ত্রীর মৃত্যু সংবাদ ঘোষণার জন্য প্রস্তুত ছিলেন। বরিস জানান ঠিক স্টালিনের মৃত্যুর সময় ঠিক যেমন হয়েছিল ঠিক তেমনই। তিনি স্পষ্টই বুঝতে পারছিলেন যে, পরিস্থিতি ক্রমশই তাঁদের হাতের বাইরে চলে যাচ্ছে।
এমনকি প্রধানমন্ত্রীর মৃত্যু হলে কী কী করণীয়, তা নিয়েও চিন্তা ভাবনা শুরু করেছিলেন চিকিৎসকরা। কিন্তু প্রধানমন্ত্রী নিজে কিন্তু কখনওই ভাবেননি যে, তিনি আর ফিরে আসতে পারবেন না। উপরন্তু তিনি মুখিয়ে ছিলেন যে, কবে তিনি ফের কাজে ফিরবেন। অবশেষ সুস্থ হয়ে ওঠে প্রথম প্রধানমন্ত্রীর কার্যালয়েই গিয়েছিলেন বরিস জনসন।
Post a Comment