কুকুর-বিড়াল সবই খাওয়া বন্ধ হল চিনে, নতুন আইন লাগু
Odd বাংলা ডেস্ক: অবশেষে লাগু হল আইন। করোনা ভাইরাসের ভয়ে চিনের উহান শহরে বন্য প্রাণী খাওয়া নিষিদ্ধ ঘোষণা করলো দেশটির সরকার। যা গত সপ্তাহ থেকে কার্যকর রয়েছে বলে জানায় উহান সরকার।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, উহান শহরের মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে বন্য প্রাণী থেকে করোনা ভাইরাস ছড়িয়েছে। আর সেই বিশ্বাসকে প্রাধান্য দিয়ে চিনের উহান শহর বন্য প্রাণী খাওয়া নিষিদ্ধ করেছে।
উহানের সরকার শুক্রবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, দেশটির নতুন নীতিটি ১৩ ই মে থেকে কার্যকর হয়েছিল। যা আগামী পাঁচ বছরের জন্য স্থায়ী থাকবে। জানুয়ারিতে চিনের বিশেষজ্ঞরা বলেছিলেন, উহানে বন্য প্রাণী মাংস খাদ্য হিসেবে বিক্রি হওয়ার কারণে এক কোটি দশ লক্ষ মানুষের শহরটিতে করোনা ভাইরাস লাফিয়ে লাফিয়ে বেড়েছে।
করোনা ভাইরাসে কারণে সৃষ্ট স্বাস্থ্য সংটের কারণে হুয়ানান সিফুড হোলসেল মার্কেটটি গত ১ জানুয়ারি থেকে বন্ধ রাখা হয়েছিল। সামুদ্রিক খাবার ছাড়াও মার্কেটটিতে শিয়াল, কুমির, নেকড়ে, কুকুরছানা, দৈত্য সালাম্যান্ডারস, সাপ, ইঁদুর, ময়ূর, কর্কুপাইনস, কোয়ালাস এবং গেমের মাংসের মতো জীবন্ত বন্য প্রাণীর মাংস বিক্রি করা হতো।
Post a Comment