ভয়াবহ জোড়া ভূমিকম্প, দিল্লিতে রাস্তায় বেরিয়ে পড়লেন মানুষ



Odd বাংলা ডেস্ক: শুক্রবার রাত ৯টা নাগাদ তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি। এই নিয়ে গত দুই মাসে পঞ্চমবার ভূমিকম্প অনুভূত হল শহরে। জানা গিয়েছে ভূমিকম্পের উত্সস্থল হরিয়ানার রোহতাক। ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৪.৬। কোনও ক্ষয়ক্ষতির কথা, এখনও জানা যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে যে হরিয়ানার রোহতাকের কাছে ছিল এই ভূমিকম্পের উত্সস্থল। তারই প্রভাব পড়ে রাজধানীর ওপর। রীতিমত কেঁপে উঠেছিল বাড়ির আসবাবপত্র। মাটির থেকে পাঁচ কিলোমিটার নীতে এই কম্পন হয়। এরপর রাত দশটা নাগাদ ফের ভূমিকম্প হয় রোহতাকে। এটির তীব্রতা ছিল ২। আতঙ্কে অনেকেই বাড়ির বাইরে, বারান্দায় বেরিয়ে আসেন বুঝতে সত্যিই কী ভূমিকম্প হল। দিল্লি ভূমিকম্পের চতুর্থ জোনে অবস্থিত। দিল্লি লাগোয়া উত্তরপ্রদেশের নয়ডাতেও অনেকেই কম্পন অনুভব করেন।
Blogger দ্বারা পরিচালিত.