সোমবার ঈদ, কিন্তু এবারের খুশির উৎসবে নিষিদ্ধ আলিঙ্গন



Odd বাংলা ডেস্ক: দিল্লি জামা মসজিদের শাহি ইমাম ঘোষণা করলেন, আগামী ২৫ মে পালিত হবে ঈদ উল ফিতর। শনিবার সংবাদসংস্থা ট্যুইট করে জানায়, এই ঘোষণা করেছেন দিল্লির জামা মসজিদের শাহি ইমাম। তিনি বলেছেন, আজও চাঁদ দেখা যায়নি, তাই ঈদ পালিত হবে ২৫ মে। তাঁর অনুরোধ, এবারে ঈদ যেন সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের নিয়ম মেনেই পালন করা হয়। এবারে ঈদে কোলাকুলি একেবারেই মানা। সরকারি নির্দেশিকা মেনে চলার নির্দেশও তিনি দিয়েছেন। রমজানের দীর্ঘ রোজার শেষে মুসলিমদের এই খুশির ঈদের পরব আসে। রমজান মাস শেষ হলে তাই এক উৎসবের হাওয়া বয়ে যায় যেন। কিন্তু এ বছর সেই খুশির ঈদ পালনের আর কোনও উপায় নেই। কারণ, চলছে লকডাউন। আরও অনেক উৎসবের মতোই এবারের ঈদও হবে করোনা আতঙ্কের মধ্যেই। সেই কারণেই সমস্ত প্রশাসনিক স্তরে ঈদ পালনের সময় সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের নিয়ম পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। আবেদন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও। তিনি বলেছেন, এবারে বাড়িতে থেকেই ঈদ পালন করতে।
Blogger দ্বারা পরিচালিত.