আমফানে বিপর্যস্ত ছেঁড়া তার জুড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেলেন বিদ্যুৎকর্মী
Odd বাংলা ডেস্ক: ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে ছেঁড়া তার সারাই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক ইলেক্ট্রিশিয়ানের। ঘটনাটি ঘটেছে বারাসাতের নন্দনকানন এলাকায়। সূত্রের খবর, বারাসাত পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর ১ নম্বর পল্লির বাসিন্দা পেশায় ইলেকট্রিসিয়ান অমল দাস নামে ওই ব্যক্তি নন্দনকানন এলাকাতে একটি বাড়িতে বিদ্যুৎ ফিরিয়ে আনার কাজ করছিলেন। আমফানের প্রভাবে ল্যাম্পপোস্ট ক্ষতিগ্রস্ত হয়ে বিদ্যুৎ সংযোগ চলে যাওয়ায়, বাকি ইলেকট্রিসিয়ানদের মতো কাজে নেমেছিলেন তিনিও।
জানা যায়, বিদ্যুতের তার জুড়তে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে ছিটকে পড়ে যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বারাসাত থানার পুলিশ। জানা যায়, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। এরপর তাঁর দেহ পাঠানো হয় ময়নাতদন্তে। তড়িদাহত হয়েই তিনি প্রাণ হারিয়েছেন বলে প্রাথমিক সূত্রে ধারণা।
Post a Comment