মেয়াদ ফুরোলেও পুরসভার দায়িত্বে থাকছেন ফিরহাদ হাকিমই
Odd বাংলা ডেস্ক: পুরসভার ইতিহাসে এটাই প্রথম। মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরেও কলকাতা পুরসভার দ্বায়িত্বে থাকছেন ফিরহাদ হাকিমই। তবে স্বীয় পদে নয়। নতুন পদের নাম- অ্যাডমিনিস্ট্রেটর ।
মেয়াদ ফুরিয়ে যাওয়া পুরসভায় সাধারণত কোনও আধিকারিককেই এই পদে নিযুক্ত করা হয় কাজ চালানোর জন্য। কিন্তু কলকাতা পুরসভায় আগামী ৭ মে মেয়াদ ফুরোবার পর অ্যাডমিনিস্ট্রেটর হবেন ফিরহাদই, এমনটাই খবর নবান্ন সূত্রে। একই সঙ্গে মেয়র পরিষদ সদস্যরাও তাঁদের দায়িত্ব পালন করবেন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের সদস্য হিসেবেই ।তবে কাউন্সিলররা এখন থেকে আর জনপ্রতিনিধি বলে পরিচিত হবেন না। নিজ নিজ ওয়ার্ডে তারা দায়িত্ব পালন করবেন পুরসভার প্রতিনিধি হিসেবে।
Post a Comment