করোনা আতঙ্কের মধ্যে বন্যা-বিধ্বস্ত অসম, ক্ষতিগ্রস্থ প্রায় ৬০০-রও বেশি মানুষ
Odd বাংলা ডেস্ক: একেই করোনার প্রাদুর্ভাব, তার মধ্যে অসমে বছরের প্রথম বন্যা পরিস্থিতি জারি হল। যার জেরে এক ধাক্কায় ৬০০-রও বেশি মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন। গুয়াহাটিতে অবিরাম বৃষ্টিপাতের কারণে ব্রহ্মপুত্র নদের জলস্তর বেড়েছে। অবিচ্ছিন্ন বৃষ্টিপাতের ফলে ব্রহ্মপুত্র নদের আরও কয়েকটি শাখা নদীর জলস্তরও বৃদ্ধি পেয়েছে।
Assam: Water level of Brahmaputra river rises after incessant rainfall in Guwahati. SC Kalita, Central Water Commission, says, “The water level is rising gradually since 16th May due to continuous rain in the region, it is increasing 1-2 cm every 2-3 hours." pic.twitter.com/mRsOjChQuh— ANI (@ANI) May 23, 2020
কেন্দ্রীয় জল কমিশনের তরফে সংবাদ সংস্থা এএনআই-কে জানানো হয়েছে এই অঞ্চলে ধারাবাহিক বৃষ্টির কারণে গত ১৬ মে থেকে নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে। প্রতি ২-৩ ঘণ্টায় জলস্তর বৃদ্ধি পাচ্ছে ১-২ সেন্টিমিটার।
প্রসঙ্গত, প্রতিবছর, অসম রাজ্যটি একাধিক পর্যায়ে বন্যার সম্মুখীন হয় যা, সে রাজ্যের অর্থনীতি এবং কৃষি-সহ সাধারণ জনজীবনও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ করে। অসম রাজ্য বিপর্যয় পরিচালন কর্তৃপক্ষের (এএসডিএমএ) জারি করা বুলেটিন অনুসারে বরপেটা জেলার কালগাছিয়া রাজস্ব বৃত্তের দুটি গ্রামের ৬৩০ জন বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছেন। আরও জানানো হয়েছে, সোনিতপুরে জিয়া ভারালি নদী বিপদসীমার উপর দিয়ে বয়ে চলেছে।
Post a Comment