করোনা যোদ্ধাদের শ্রদ্ধাজ্ঞাপন, আকাশ থেকে পুষ্পবৃষ্টি করল সেনাবাহিনী
Odd বাংলা ডেস্ক: করোনা মোকাবিলায় নিজেদের প্রাণ বিসর্জন দিয়ে, নিজেদের পরিবারের কথা চিন্তা না করেই স্বাস্থ্যকর্মী, চিকিৎসকরা, নার্স, সকলেই নিরন্তর কাজ করে চলেছেন। আর তাঁদের সম্মান জানাতেই এবার পথে নামল সশস্ত্র বাহিনী। সারা দেশজুড়ে প্রত্যেকটি রাজ্য রাজধানীর করোনা হাসপাতালগুলির ওপর থেকে পুষ্টবৃষ্টি করা হল ফাইটার জেটের মাধ্যমে।
#IAF helicopter shower flower petals on the #PoliceWarMemorial as a mark of aerial salute to the #CoronaFighters & express gratitude to the police personnel on duty amid pandemic. #ArmedForcesSaluteCoronaWarriors #SwasthaBharat #MoDAgainstCorona #StayHomeIndia #IndiaFightsCorona pic.twitter.com/5aUvszzEnk— ADG (M&C) DPR (@SpokespersonMoD) May 3, 2020
শুক্রবার চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং তিনজন সার্ভিস চিফ বিশেষ কৃতজ্ঞতামূলক এই বিশেষ অভিব্যক্তির কথা ঘোষণা করেছিলেন। এদিন সন্ধায় মুম্বই এবং চেন্নাই-সহ বড় বন্দরে নৌবাহিনীর জাহাজগুলিকে সুন্দর করে সাজানো হবে। প্রসঙ্গত, স্বাস্থ্যকর্মীদের প্রতি এমন কৃতজ্ঞতামূলক আচরণ এর আগেও দেখানো হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধে। প্রথমে বিকেল পাঁচটায় পাঁচ মিনিট হাততালি দিয়ে, থালা বাজিয়ে এবং পরে রাত ন'টায় ন'মিনিট মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করার অনুরোধ জানিয়েছিলেন তিনি।
এদিন সকালে দিল্লিতে, সুখোই-৩০ এমকেআই, মিগ-২৯ এবং জাগুয়ার্স রাজপথের উপরে একটি ফ্লাইপাস্ট পরিচালনা করবে, দিল্লির ইন্ডিয়া গেট এবং লাল কেল্লার ওপর ফুলের পাপড়ি বর্ষণ করেছে। এছাড়াও, সি-১৩০ পরিবহন বিমান একই ধরণের পথ অনুসরণ করেছে। একইভাবে শ্রীনগরের ডাল লেক, চন্ডীগড়ের সুখনা লেক এবং লখনউতেও একইরকম মহড়া চালানো হয়েছিল।অন্যদিকে কলকাতার রাজারহাটে চিত্তরঞ্জন জাতীয় ক্যাম্সার প্রতিষ্ঠানের ওপরেও পুষ্পবর্ষণ করা হয়েছে।
Post a Comment