চতুর্থ দফায় কড়া লকডাউন মানা হবে দেশের ৩০টি জোনে, তালিকায় রয়েছে কলকাতা-হাওড়াও
Odd বাংলা ডেস্ক: করোনা আক্রান্তের নিরিখে চিনকে ছাপিয়ে গিয়েছে ভারত। আর সেই কারণেই লকডাউন ৪.০ নিয়ে আরও কড়া হল কেন্দ্র। সারা দেশের ১২টি রাজ্যের মধ্যে ৩০টিরও বেশি পৌর অঞ্চল চিহ্নিত করা হয়েছে যেখানে চতুর্থ দফার লকডাউনে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব সমস্ত রাজ্যের মেডিকেল অফিসারের সঙ্গে বৈঠক করে ১২টি রাজ্যকে চিহ্নিত করেছেন। যেগুলি হল- মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট, দিল্লি, মধ্য প্রদেশ, পশ্চিমবঙ্গ, রাজস্থান, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, অন্ধ্র প্রদেশ, পঞ্জাব এবং ওড়িশা।
আর নির্বাচিত পৌর অঞ্চলগুলির মধ্যে রয়েছে- গ্রেটার মুম্বই, গ্রেটার চেন্নাই, আমেদাবাদ, থানে, দিল্লি, ইন্দোর, পুনে, কলকাতা, জয়পুর, নাসিক, যোধপুর, আগ্রা, তিরুভল্লুর, আওরঙ্গবাদ, কুদ্দলোর, গ্রেটার হায়দরাবাদ, সুরাট, চেঙ্গালপট্টু, আরিয়ালুর, হাওড়া, কুরনুল, ভোপাল, অমৃতসর, বিল্লুপুরম, ভাদোদরা, উদয়পুর, পালঘর, বেরহামপুর, সোলাপুর এবং মীরাট।
চতুর্থ দফার লকডাউনে কী কী নি.মম-নির্দেশিকা মেনে চলতে হবে তা রবিবারই প্রকাশ করা হবে, কারণ আজই শেষ হচ্ছে তৃতীয় দফার লকডাউন।
Post a Comment