আজ বিকেল ৪টে থেকে মিলবে ট্রেনের টিকিট, জেনে রাখুন এই ৫টি তথ্য


Odd বাংলা ডেস্ক: তৃতীয় দফার লকডাউনের মধ্যেই রবিবার রাতে রেল মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয় যে মঙ্গলবার অর্থাৎ ১২ মে থেকে নির্বাচিত কয়েকটি জোনে প্যাসেঞ্জার ট্রেন চালু হবে। আপাতত নিয়ন্ত্রিতভাবে ১৫ জোড়া (৩০টি যাত্রা) ট্রেন চালানো হবে। তারই বুক শুরু হতে চলেছে ১১ মে সোমবার বিকেল চারটে থেকে।

জেনে নিন এ সম্পর্কিত ৫টি গুরুত্বপূর্ণ বিষয়- 

১) কেবলমাত্র আইআরসিটিসি-র ওয়েবসাইট থেকে এই টিকিট বুক করা যাবে। রেল স্টেশন সহ, দেশে বিভিন্ন যে টিকিট বুকিং কাউন্টার রয়েছে, সেগুলি বন্ধই থাকবে। রেলের কোনও টিকিট কাউন্টার খুলবে না। কোনও স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটও বিক্রি করা হবে না।

২) দিল্লি থেকে ১৫ টি জায়গায় যাবে ট্রেন। প্রাথমিকভাবে ডিব্রুগড়, হাওড়া, পাটনা, বিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বর, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, তিরুঅনন্তপুরম, মাদগাঁও, মুম্বই সেন্ট্রাল, আমেদাবাদ ও জম্মু তাউই-এ চলবে ট্রেন।

৩)  যাদের কাছে 'কনফার্ম টিকিট' থাকবে, শুধুমাত্র তাদেরকেই স্টেশনে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। প্রত্যেক যাত্রীকে বাধ্যতামুলকভাবে ফেস মাস্ক পরতে হবে। যাত্রীদের স্টেশনে স্ক্রিনিং করা বাধ্যতামূলক। কোনও উপসর্গ না থাকলেই তবেই যাত্রীদের ট্রেনে উঠতে দেওয়া হবে। যে ১৫ টি ট্রেন চলবে, তার সব কোচই হবে এসি।

৪) স্টেশনে সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে যাত্রীদের। তবে ঠিক কোন কোন সময় কোন ট্রেন চলবে, সেই পরে রেলের তরফে জানানো হবে।

৫) তবে ২০,০০০ কোচ করোনার আইসোলেশনের জন্য আলাদা করে রাখা হয়েছে- সেই বিষয়ও মাথায় রাখতে হচ্ছে রেল কর্তৃপক্ষকে। কাল থেকে শুরু হয়ে এভাবে ধীরে ধীরে স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানো হতে থাকবে। তবে তা এখনই একসঙ্গে নয়। 
Blogger দ্বারা পরিচালিত.