একই দিনে ভারতের ২ জায়গাতে বিষাক্ত গ্যাস লিক, বিশাখাপত্তনমের পর ছত্তিশগড়
Odd বাংলা ডেস্ক: বিশাখাপত্তনমের পর এবার ছত্তিশগড়। ছত্তিশগড়ের রায়গড়ের কাগজের মিলে গ্যাস লিকের ঘটনায় অসুস্থ মিলের ৭ জন কর্মী। বৃহস্পতিবার রায়গড়ের পুলিশ সুপার সন্তোষ সিং সংবাদ মাধ্যমকে জানান রায়গড়ের তেতলা গ্রামে শক্তি পেপার মিলে এই দুর্ঘটনাটি ঘটে। সেখানে বুধবার সন্ধ্যায় ট্যাঙ্ক পরিষ্কার করছিলেন কর্মীরা। সেই সময়ই এই ঘটনা ঘটে। তবে ঘটনা সম্পর্কে প্রশাসনকে কিছু জানাননি কারখানার মালিক। হাসপাতালের তরফে পুলিশ গোটা বিষয়টি জানতে পারে। পুলিশ সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউনের পর থেকেই কারখানাটি বন্ধ ছিল। বর্তমানে সেখানে কাজ শুরুর জন্য সাফাইয়ের কাজ চলছিল। দুর্ঘটনার পর অসুস্থ কর্মীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁদের রায়পুরে স্থানান্তরিত করা হয়। পুলিশ সুপার সন্তোষ সিং আরও জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরই মধ্যে সেখানে গিয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। ঘতনার তদন্ত করে দ্রুত এই বিষয়ে মামলা রুজু করা হবে বলে আশ্বস্ত করেছেন পুলিশ সুপার।
Post a Comment