লকডাউন শিথিল হতেই জার্মানিতে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ!


Odd বাংলা ডেস্ক: লকডাউনে খানিকট ছাড় দেওয়ার পরই জার্মানিতে হু হু করে বাড়তে শুরু করল করোনার সংক্রমণ। জার্মানির রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান রবার্ট কখ ইনস্টিটিউট-এর তরফে জানানো হয়েছে, সংক্রমণের হার ১.১-এ পৌঁছেছে৷ অর্থাৎ, কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংক্রমণের রেট বেড়েছে। এখন সংক্রমণের হার আগের থেকে অনেকটাই বেড়েছে। এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে হলে সংক্রমণের হার ১ এর নিচে রাখতে হবে।

করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হওয়ায় জার্মানিতে গত ২০ এপ্রিল প্রাথমিকভাবে লকডাউন কিছুটা শিথিলের করার কথা ঘোষণা করা হয়েছে এবং ছোট ছোট দোকানপাট খোলার অনুমতি দেওয়া হয়েছিল। এরপর গত বুধবার ১৬টি রাজ্যের নেতাদের সঙ্গে আলোচনার পর চ্যান্সেলার আঙ্গেলা মের্কেল আরেক ধাপে লকডাইউন শিথিলের করার কথা ঘোষণা করেছেন। সেক্ষেত্রে প্রাথমিক বাধানিষেধ তুলে নিয়ে আরও বেশি দোকনপাট খুলে দেওয়া হয়েছিল। স্কুলও ধীরে ধীরে চালুর উদ্যোগ নেওয়া হয়। ফেডারেল স্তরেও কিছু বিধিনিষেধ শিথিল করে নিজ পরিবারের বাইরে অন্য একটি পরিবারের কোনো সদস্যের সঙ্গে মানুষের মেলামেশার অনুমতি দেওয়া হয়েছিল৷

শনিবার লকডাউন পুরোপুরি তুলে নেওয়ার দাবিতে দেশজুড়ে বিক্ষোভে যোগ দেন হাজার হাজার মানুষ। তাদের অনেকেই আরও দ্রুত লকডাউন তোলার দাবিও জানায়। আর এরপরই সংক্রমণের হার বৃদ্ধির খবর এল। বিশ্বে আক্রান্তের দিক দিয়ে জার্মানি সপ্তম স্থানে আছে। সেখানে করোনা আক্রান্ত হয়েছে ১ লক্ষ ৭১ বাজার ৮৭৯। মারা গিয়েছেন ৭ হাজার ৫৬৯।এই পরিস্থিতিতে গত বুধবার লকডাউনের বিধিনিষেধ শিথিল করে দিয়ে সমালোচনার মুখে পড়েছেন চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল। তবে এই পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আনতে ফের লকডাউন ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে।
Blogger দ্বারা পরিচালিত.