সুখবর! আপনি কি ব্যাঙ্ক থেকে লোন নিয়েছেন?



Odd বাংলা ডেস্ক: করোনা ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে গোটা দেশে ৷ করোনা মোকাবিলায় গোটা দেশ জুড়ে চলছে লকডাউন ৷ এ অবস্থায় স্বাভাবিক ভাবেই অর্থ সংকটে পড়েছে দেশের মানুষ ৷ এবার দেশের মানুষের এই বিপদের দিনে পাশে দাঁড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ এর আগে সাংবাদিক বৈঠকে রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর শক্তিকান্ত দাস জানিয়েছিলেন, দেশের ব্যাঙ্কগুলি তিন মাসের জন্য লোনের ওপর মোরাটোরিয়াম দিতে পারে ৷ মোরাটোরিয়াম’ অর্থাৎ ঋণের কিস্তি আদায় পিছিয়ে দেওয়া এবং সম্পূর্ণভাবে ঋণ মকুব করার মধ্যে বিশেষ পার্থক্য রয়েছে ৷ এরপরই এসবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, করোনার কারণে দেশের মানুষ ইতিমধ্যেই নাজেহাল৷ সেই অবস্থাকে মাথায় রেখে এসবিআই থেকে যাঁরা লোন নিয়েছেন তাঁদের জন্য আগামী ৩ মাস ইমএমআই স্থগিত রাখা হল ৷ এর মধ্যে ব্যক্তিগত ঋণ ও গৃহঋণ অন্তর্ভুক্ত বলে জানিয়েছেন এসবিআই চেয়ারম্যান।
সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসবিআইয়ের পক্ষ থেকে গ্রাহকদের ইএমআই ৩ মাসের জন্য স্থগিত করার প্রক্রিয়া সম্পর্কে জানানো হয় ৷ খুবই সহজ উপায়ে গ্রাহকেরা শুধুমাত্র একটি এসএমএসের মাধ্যমে তাঁদের লোনের ইএমআই বন্ধ করতে পারেন বলে জানিয়েছে এসবিআই ৷ এসবিআই জানিয়েছে, ব্যাঙ্কের ৮৫ লক্ষ ঋণ গ্রহীতা যারা ইএমআই বন্ধ করানোর অনুরোধ জানিয়ে ছিলেন, তাঁদের সঙ্গে এসবিআই এসএমএসের মাধ্যমে যোগাযোগ করবে৷ এসএমএস পাওয়ার ৫ দিনের মধ্যে সেই শুধু মাত্র ভাচুর্য়াল মোবাইল নম্বর (VMN) সহযোগে YES লিখে মেসেজের উত্তর দিলেই আগামী ৩ মাসের জন্য উক্ত গ্রাহকের ইএমআই বন্ধ করা হবে ৷
Blogger দ্বারা পরিচালিত.