চাকরিজীবীদের জন্য সুখবর, ১ বছরেই মিলবে বাড়তি টাকা


Odd বাংলা ডেস্ক: চাকরিজীবীদের ক্ষেত্রে বড় খবর ! এবার ৫ নয় এক বছরেই মিলবে গ্র্যাচুইটির টাকা ৷ এই বিষয় নিয়েই ভাবনাচিন্তা করছে কেন্দ্র ৷ শুধুই তাই নয়, প্রভিডেন্ট ফান্ডের মত গ্র্যাচুইটিও ট্রান্সফার করার সুবর্ণ সুযোগ থাকছে ৷ অর্থাৎ কোনও কর্মী চাকরি পরিবর্তন করলেও গ্র্যাচুইটি স্থানান্তরিত করা যাবে ৷ আরও একটি সুযোগ হয়েছে কোনও কর্মী যদি কোনও সংস্থায় চাকরি যতদিনই কর্মী করুনা কেন ৷ গ্র্যাচুইটির দাবি অনায়াসেই করতে পারবেন ৷ সিএনবিসি আওয়াজের একটি খবরের ভিত্তিতে জানতে পারা গিয়েছে শ্রম সংস্করণের এই বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকার কাজ শুরু করেছে ৷ বেশ কয়েক বছর কোনও কর্মী কোনও সংস্থায় কাজ করার পরে প্রভিডেন্ট ফান্ডে একটি ভাল রকমের টাকা, পেনশনের সুযোগের সঙ্গে গ্র্যাচুইটির টাকাও পেয়ে থাকেন ৷ প্রভিডেন্ট ফান্ড ও পেনশনের জন্য কর্মীর বেতন থেকে একটি টাকা কাটা হয়ে থাকে কিন্তু গ্র্যাচুইটির ক্ষেত্রে সংস্থার পক্ষ থেকে বর্তমানের বেতন অনুযায়ী একটি বেশ ভাল রকমের টাকা পাওয়া যায় ৷
Blogger দ্বারা পরিচালিত.