এখনও হাতে মেহেন্দি লেগে, সদ্য বিবাহিতা স্ত্রী স্তব্ধ শহিদ স্বামীর মৃতদেহ দেখে



Odd বাংলা ডেস্ক: এই তো সেদিন হাতে গাঢ় হয়ে উঠেছিল মেহন্দির রং । এই তো সেদিন কাঁচা হলুদের আভা ছড়িয়ে পড়েছিল নববধূর মুখে । হঠাৎ সাদা হয়ে গেল জীবনের সমস্ত রং । মাত্র তিন মাস আগে হয়েছিল বিয়ে । রাষ্ট্রীয় রাইফেলসের ২১ নম্বর ব্যাটেলিয়নের মেজর অনুজ সুদের সঙ্গে । গত শনিবার রাতে হান্দওয়ারা এনকাউন্টারে লস্কর জঙ্গিদের নিকেশ করতে গিয়ে শহিদ হয়েছেন যিনি । মঙ্গলবার সকাল থেকেই ইন্টারনেটে ঘুরতে শুরু করে অনুজের সদ্যবিবাহিতা স্ত্রী আকৃতি সুদের । সেই ছবি দেখে হৃদয় যেন টুকরো টুকরো হয়ে গিয়েছে দেশবাসীর ।
Blogger দ্বারা পরিচালিত.