মিলছে না খাবার, পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভে নির্মম লাঠিচার্জ পুলিশের!
Odd বাংলা ডেস্ক: দেশজুড়ে করোনা পরিস্থিতির মধ্যে যখন পায়ে হেঁটে এক রাজ্য থেকে অন্য রাজ্যে পাড়ি দিচ্ছেন শ্রমিকরা তখন পুলিশের বিভিন্ন রূপ প্রকাশ্যে আসছে। কখনও পুলিশ মানবিক আবার কখনও পরিযায়ী শ্রমিকদের ওপর নির্বিচারে প্রহার করার নির্মম চিত্রটি প্রকাশ্যে এল এবার হরিয়ানায়।
সূত্রের খবর, চন্ডীগড় থেকে আগত পরিযায়ী শ্রমিকরা শনিবার রাতে হরিয়ানার যমুনানগরে রাস্তার ওপর ভিড় জমান। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন পুলিশ। ভিড় সরাতে লাঠিচার্জ করা হয় পরিযায়ী শ্রমিকদের ওপর। একই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের রেওয়া-তেও। জানা গিয়েছে, প্রশাসনের তরফে খাবারের কোনওরকম বন্দোবস্ত করা হয়নি, আর সেই কারণেই ক্ষোভে ফেটে পড়েছেন পরিযায়ী শ্রমিকরা। কিন্তু তাঁদের অভিযোগ, তাঁদের কোনও কথা না শুনেই তাঁদের ওপর লাঠিচার্জ করা হয়েছে।
এই ঘটনায় কার্যত ক্ষোভে ফেটে পড়েছেন বিরোধীরা। তাঁদের দাবি কেন্দ্রীয় সরকারের অদূরদর্শীতার জন্যই এই কঠিন পরিস্থিতি তৈরি হচ্ছে। পথ দুর্ঘটনায় নিরন্তর প্রাণ হারাচ্ছেন পরিযায়ী শ্রমিকরা। তাঁদের আরও দাবি, আর্থিক প্যাকেজ নামেই ঘোষিত হয়েছে, কিন্তু শ্রমিকদের জন্য কোনও গঠনমুলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।
Post a Comment