উত্তরাখণ্ডে প্রায় ৭১ হেক্টর বনাঞ্চল ধ্বংসের মুখে! সবমিলিয়ে ৪৬টি অগ্নিকাণ্ড ঘটেছে


Odd বাংলা ডেস্ক: ২০২০ সাল নির্মম-নির্দয় এবং ধ্বংসাত্মক। একের প্রথমে করেনা, তারপর একে একে আমফান, পঙ্গপাল হানা আর এখন উত্তরাখণ্ডে অগ্নিকাণ্ড- থামার যেন কোনও নামই নেই। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, গত ৪দিন ধরে জ্বলছে উত্তরাখণ্ডের বিস্তীর্ণ বনাঞ্চল। ইতিমধ্যে ৪৬টি দাবানলের ঘটনা ঘটে গিয়েছে বলে খবর। 

এখনও পর্যন্ত সর্বাধিক ২১ টি দাবানল কুমায়ুন অঞ্চলে এবং গড়ওয়াল অঞ্চল এবং রাজ্যের সংরক্ষিত বনাঞ্চলে যথাক্রমে ১৬ এবং ৬টি দাবানলের ঘটনা ঘটেছে। এর জেরে ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে উত্তরাখণ্ডের প্রায় ৭১ হেক্টর বনাঞ্চল ধ্বংস হয়ে গিয়েছে যা উদ্ভিদ এবং বন্য পশু-প্রাণীদের অভূতপূর্ব ক্ষতিসাধন করেছে। 

সোশ্যাল মিডিয়ায় উত্তরাখণ্ড-এর দাবানলের অসংখ্য ছবি প্রকাশ করেছে নেটিজেনরা এবং কর্তৃপক্ষের কাছে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে। প্রসঙ্গত, দাবানলের কারণে দু'জনও প্রাণ হারিয়েছেন এবং একজন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, শুষ্ক আবহাওয়া এবং লকডাউন নিষেধাজ্ঞাগুলি শিথিল করা এবং বহু মানুষ তাদের গ্রামে ফিরে আসার ফলে অগ্নিকাণ্ডের ঘটনাগুলি আরও বেড়েছে।
Blogger দ্বারা পরিচালিত.