বাড়তে পারে গরম, চলবে তীব্র তাপপ্রবাহ, রাজধানীতে জারি 'কমলা' সতর্কতা


Odd বাংলা ডেস্ক: পূর্বাভাস ছিলই। আর এবার সেইমতোই দিল্লিতে তীব্র তাপপ্রবাহ অনুভূত হল। পাশাপাশি ভারত আবহাওয়া দফতর সূত্রে খবর উত্তর, উত্তর-পশ্চিম, মধ্য এবং আভ্যন্তরীণ কিছু কিছু অঞ্চলে তীব্র তাপপ্রবাহ অনুভূত হবে। 

একটি টুইট বার্তায় আইএমডি জানিয়েছে যে, এই তীব্র তাপপ্রবাহ হরিয়ানা, চন্ডীগড় দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং মধ্য প্রদেশের কিছু অংশে আগামী ২৮ মে পর্যন্ত অব্যাহত থাকবে। মঙ্গলবার দিল্লির কিছু অংশের জন্য ভারত আবহাওয়া অধিদফতর 'কমলা' সতর্কতা জারি করেছে। প্রসঙ্গত, একটি 'কমলা' সতর্কতা তাপপ্রবাহের সতর্কতার জন্য জারি করা হয়, এবং তীব্র তাপপ্রবাহের সতর্কতার জন্য 'লাল' সতর্কতা জারি করা হয়।

রাজধানী দিল্লিতে তাপমাত্রা থাকবে ৪৫ ডিগ্রির আশেপাশে। এবং এর সংলগ্ন বৃহত্তর অঞ্চলে তাপমাত্রার পারদ ৪৭ ডিগ্রি-স্পর্শ করতে পারে বলে সতর্কতা জারি করেছে আইএমডি।।
Blogger দ্বারা পরিচালিত.