ইনি হলেন স্বর্ণপদক জয়ী আন্তর্জাতিক বক্সার, লকডাউনে চাষবাস করে কাটছে দিন
Odd বাংলা ডেস্ক: করোনা প্রাদুর্ভাব রুখতে জারি হওয়া লকডাউনের জেরে খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিত্বরাও আজ ঘরবন্দি। কিন্তু এরই মধ্যে অনেকেই নিজেদের অনেকরকমের শখপূরণ করছেন বাড়ি থেকেই। কেউ রান্না করছেন, কেউ নিজের পরিবারের সঙ্গে নির্ভেজাল সময় কাটাচ্ছেন, আর সেসবের ছবি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু অনন্ত চোপাডের গল্পটা একটু অন্যকরম। স্বর্ণপদক বিজয়ী আন্তর্জাতিক বক্সার এখন তাঁর বাড়ির ২-একর জমিতে পরিশ্রম করে চলেছেন।
অনন্ত চোপাডে মহারাষ্ট্রের বুলধানা জেলার সোনা গ্রামের বাসিন্দা। পেশায় কৃষক প্রহ্লাদ চোপাডের ছোট ছেলে এখন বক্সিং রিং-এর থেকে অনেক দূরে, তাই এখন তিনি তাঁর বাবাকে মাঠে চাষবাসে সহায়তা করছেন। তাঁর কথায়, 'জুনিয়র বিভাগে আমার আত্মপ্রকাশের পর থেকে আমি কখনওই বক্সিং রিং থেকে দূরে থাকিনি। কিন্তু এখন প্রায় দু'মাসের বেশি সময় ধরে মাঠে কাজ করি'।
২২ বছর বয়সী এই বক্সার গত বছর ইন্দোনেশিয়ার ২৩ তম প্রেসিডেন্টস কাপে তার স্বর্ণপদক জিতেছেন। তিনি ফাইনালে আফগানিস্তানের রহমানি রামিশের বিরুদ্ধে ৫২ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে জয় লাভ করেন।
২০১৮ সালে, অনন্ত ভারতীয় রেলওয়েতে চাকরি পান, ওই বছর তিনি ন্যাশনালে রৌপ্যপদক অর্জন করেছিলেন। এর আগে ২০১৬ সালে প্রথমবার ব্রোঞ্জ পাওয়ার পরে জাতীয় শিবিরের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন অনন্ত। কিন্তু লকডাউনের কারণে বক্সিং রিং-এর থেকে দূরে হলেও গত দু'মাস ধরে তাঁর পরিবারের সঙ্গে পরিবারের কাছে থেকে চাষাবাসের কাজে বাবাকে সাহায্য করছেন।
Post a Comment