বরের অন্ডকোষে গুলতি মারে এরা! আফ্রিকার বিয়ের অদ্ভুত নিয়ম!
Odd বাংলা ডেস্ক: মাসাইমারা অঞ্চলের এই ভিডিওটা দেখে আপনিও চমকে যাবেন। এই নিয়মের নাম রুকু। এই নিয়মে বিয়ে করতে আসা নতুন বরের অন্ডকোষে আঘাত করা হয়। এবং সেই আঘাত করতে দরকার হলে গুলতিও ব্যবহার করা হয়। এতে নতুন বরের যতটা লাগুক না কেন তাতে কোনও যায় আসে না। তারা নিজেদের মতো আঘাত করে যাবে। যা দেখলে আপনি অবাক হবেন।
Post a Comment