দৈনিক রাশিফল, ২৪ মে: রবিবার দিনটা কেমন যাবে, জেনে নিন



Odd বাংলা ডেস্ক: রাশি নিয়ে রয়েছে নানা ভাবনা, নানা মত। এটাকে কেউ বিশ্বাস করেন, আবার কেউ বিশ্বাস করেন না। কিন্তু বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্ন নয়, দিনের শুরুতে মিলিয়ে নিন- কেমন যাবে আজকের দিনটি।

আপনার জন্ম সংখ্যা : ৩।

আপনার ওপর প্রভাবকারী গ্রহ : রবি ও বৃহস্পতি।

আপনার শুভ সংখ্যা : ১ ও ৩।

শুভ বার : রবি ও বৃহস্পতি।

শুভ রত্ন : রুবী ও পোখরাজ।

জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) :

আপনি যদি মেষ রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আজ সময় মোটামুটি অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন। সন্তানের কেনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) :

আপনি যদি বৃষ রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আজ পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো আশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন) :

আপনি যদি মিথুন রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আজ ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। কাজকর্মে উত্সাহবোধ করবেন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) :

আপনি যদি কর্কট রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। পড়াশোনায় আনন্দ পাবেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) :

আপনি যদি সিংহ রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আজ দিনটি শুভ সম্ভাবনাময়। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। শরীর ভালো থাকতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) :

আপনি যদি কন্যা রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। অকারণ ব্যয় পরিহার করুন। মামলা-মোকদ্দমায় জড়ানো ঠিক হবে না। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) :

আপনি যদি তুলা রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আজ রাজনৈতিক নেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সাংগঠনিক ক্ষেত্রে নিজের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেতে পারে। আর্থিক দিক ভালো যাবে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) :

আপনি যদি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আজ সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে পদস্থ প্রভাবশালী কারো আনুকূল্য পেতে পারেন। কোনো উচ্চাশা পূরণ হতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) :

আপনি যদি ধনু রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) :

আপনি যদি মকর রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। বিক্রয়-বাণিজ্যে লোকসানের আশঙ্কা আছে। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) :

আপনি যদি কুম্ভ রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে কোনো বন্ধুর সহযোগিতায় উপকৃত হতে পারেন। বিক্রয়-বাণিজ্যে লাভবান হতে পারেন। অংশীদারি কারবারে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। অপরের প্রতি সদাচরণ করুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) :

আপনি যদি মীন রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আজ দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে।
Blogger দ্বারা পরিচালিত.