দিঘায় তৈরি হচ্ছে বিরাটাকায় ঢেউ, তৈরি NDRF, আর কত দূর আমফান, দেখুন LIVE



Odd বাংলা ডেস্ক: দিঘা থেকে মাত্র ৫০০ কিলোমিটারের কম ব্যবধানে দাঁড়িয়ে ফুঁসছে আমফান। এগোচ্ছে উপকূলের দিকে ৷ আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ অর্থাৎ মঙ্গলবার রাত থেকেই কলকাতায় ৫৫-৬৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে ৷ সঙ্গে চলবে বৃষ্টি ৷ তবে আমফানের কারণে হাওয়ার বেগ আরও বাড়বে কলকাতায় বুধবার সকালে ৷ আরও গতি বাড়বে ঝড়ের ৷ ৭৫-৯৫ কিমি বেগে ঝড়বইবে কলকাতায় ৷ সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়াবিদদের ৷ বুধবার বিকেলের পর আরও বাড়বে ঘূর্ণিঝড়ের প্রভাব ৷ বুধবার বিকেলের পর শহরে ১২০-১৩০ কিমি বেগে ঝড় বইবে বলে পূর্বাভাস আবহাওয়াবিদদের ৷ ঝড়ের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ৷



যাঁরা Dailyhunt -এ লাইভ দেখতে পাচ্ছেন না, তারা সরাসরি oddbangla.com -এ গিয়ে দেখুন 


Blogger দ্বারা পরিচালিত.