ভিনরাজ্যে আটকে আছেন? জানুন কীভাবে পশ্চিমবঙ্গে আসার জন্য E-Pass এর আবেদন করবেন



Odd বাংলা ডেস্ক: গোটা ভারতবর্ষ জুড়ে চলছে দীর্ঘ লোকডাউন । দেখতে দেখতে পৌঁছে যাচ্ছি প্রায় দুই মাসের দিকে। এমত অবস্থায় ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিক ও অন্যান্যদের বাংলায় ফেরাতে উদ্যোগ নিলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। শুরু হলো wb corona e pass Online process. এবার শুরু হলো পশ্চিমবঙ্গ আসার পক্রিয়া, অর্থাৎ করোনা এন্ট্রি পাস। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এন্ট্রি পাসের জন্য এর আগেও দুই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছিল। কিন্তু বারংবার ফোন করা সত্ত্বেও সেই নম্বরে ফোন লাগছিল না বলে অভিযোগ তুলতে থাকেন অন্য রাজ্যে আটকে থাকা এরাজ্যের অধিবাসীরা। সেই অভিযোগ কে স্বীকৃতি দিয়েই , আবেদন করার সেই পথকে আরও সুগম করলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আবেদনের জন্য চালু হল অনলাইন পদ্ধতি, পাশাপাশি চালু হল হোয়াটস্যাপ হেল্পলাইন নম্বর। ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে আসার পদ্ধতি ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে আসার জন্য অনলাইনে আবেদন করতে আপনাকে প্রবেশ করতে হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অফিশিয়াল ওয়েবসাইট অথবা সরাসরি এই লিঙ্কে। 

 এরপর সেখানে থাকা অপশনগুলির মধ্যে নিচের দিকে লক্ষ্য করবেন ‘Register/ Apply’ অপশন রয়েছে। যেখানে ক্লিক করতে হবে এবং পৌঁছে যাবেন পরবর্তী পর্যায়ে। তারপর সেখানে আপনার মোবাইল নম্বর ও অন্যান্য তথ্য দিয়ে রেজিস্টার করতে পারবেন।

আবেদন করুন এই লিঙ্কে 
Blogger দ্বারা পরিচালিত.