বীর্য উৎপাদন বাড়াতে ব্যবহার করুন ঢিলেঢলা অন্তর্বাস



Odd বাংলা ডেস্ক: বীর্য উৎপাদন বাড়াতে ব্যবহার করুন ঢিলেঢলা অন্তর্বাস গবেষণায় বলা হল, বীর্য উৎপাদন ক্ষমতা বাড়াতে ঢিলেঢলা অন্তর্বাস ব্যবহার করুন হাইলাইট যে সব পুরুষ ঢিলেঢলা অন্তর্বাস পরেন তাঁরা 25% বেশি বীর্য উৎপাদন করেন গবেষণায় তাঁদের জীবনশৈলীর অন্যান্য দিকগুলোতেও গুরুত্ব দেওয়া হয় অন্তর্বাসের সঙ্গে বীর্যের সম্পর্ককে স্বীকার করা হয়নি এই গবেষণায়। আপনি কি জানেন? আপনি যে ধরনের অন্তর্বাস পরেন তা আপনার বীর্য উৎপাদনের ক্ষমতার ওপর প্রভাব সৃষ্টি করে। একটা গবেষণায় জানা গেল, যে সব পুরুষ ঢিলেঢলা বক্সার পরেন তাঁদের বীর্য উৎপাদনের ক্ষমতা চাপা বক্সার পরা মানুষদের তুলনায় বেশি। কারণ ঢিলেঢলা বক্সার পুরুষদের টেস্টিকল ঠান্ডা খতে পারে। হার্ভার্ড টি এইচ চ্যান স্কুল অফ পাবলিক হেলথের একদল গবেষক 656 জন পুরুষের ওপর পরীক্ষা করেন। পরীক্ষার ফলে দেখা যায় চাপা বক্সার পরার তুলনায় ঢিলেঢলা বক্সার পরা পুরুষরা 25% বেশি বীর্য উৎপাদন করেন এবং প্রতিবার তাঁদের 17% বেশি বীর্য উৎপন্ন হয়। একটা গবেষণায় জানা গেছে, যে সকল দম্পতি শিশুর জন্মের আগে ডাক্তারের পরামর্শ গ্রহণ করেন তাঁদের পছন্দের অন্তর্বাস সম্পর্কেও জিজ্ঞাসা করা হয় এবং প্রয়োজনে তা পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়। 345 জন পুরুষ বলেন তাঁদের বক্সার শর্টস পছন্দ এবং 311 জন বলেন তাঁদের চাপা অন্তর্বাস পছন্দ। পুরুষের অন্যান্য অভ্যাস সম্পর্কেও জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের বডি মাস ইন্ডেক্স, ধূমপান করেন কি না, প্রতিদিন কতটা সময় একভাবে বসে কাজ করতে হয়, হট বাথ তাঁদের পছন্দ কি না ইত্যাদি তথ্য তাঁদের থেকে গ্রহণ করা হয়। এইসব পুরুষের বীর্যের স্যাম্পেলে পার্থক্য লক্ষ্য করা গিয়েছিল। যদিও এঁদের মধ্যে কারোরই স্পার্ম কাউন্ট কম ছিল না। তবে, ঢিলা বক্সার পরলে স্পার্ম কাউন্ট বেশি হবে বলে এই নয় যে টাইট বক্সার পরলে বন্ধ্যাত্য দেখা দেবে। এই গবেষণায় একথাও প্রমাণিত হয়নি যে টাইট বক্সার পরলেই স্পার্ম কাউন্ট কম হবে এবং ঢিলে বক্সারে তা বেড়ে যাবে। অংশগ্রহণকারী সব পুরুষই ফার্টিলিটির চিকিৎসা করাচ্ছিলেন। এই গবেষণায় অংশগ্রহণকারী পুরুষদের একজনের সঙ্গে আর এক জনের প্রাপ্ত তথ্যের ফলাফলা আলাদা হয়েছিল। বীর্য উৎপাদন বৃদ্ধি করতে তাই এবার থেকে ঢিলেঢলা অন্তর্বাস ব্যবহার করুন।
Blogger দ্বারা পরিচালিত.