যা ভাবছেন তা নয়, এটা একটা ঘূর্ণিঝড়ের ছবি


Odd বাংলা ডেস্ক: ক্রমশ এগোচ্ছে সে। কিন্তু তাকে ঘিরে যতটা ভয় জমার কথা, তার চাইতেও বেশি জমছে ঠাট্টা-তামাসা। কারণ একটাই— তার আকৃতি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘হাফিংটন পোস্ট’-এর প্রতিবেদনে প্রকাশ, মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন-এর সেন্ট্রাল প্যাসিফিক হারিকেন সেন্টারের তরফে সম্প্রতি টুইটারে জারি হয়েছে একটি সতর্কবার্তা। এই সতর্কবার্তায় একটি মানচিত্র সহযোগে জানানো হয়েছে, আলাস্কার দিকে এগিয়ে চলেছে ওয়ালাকা সমুদ্রঝড়। কিন্তু গোল বেধেছে সঙ্গের মানচিত্রটিকে ঘিরে। এতে ঝড়ের গতিবিধি বোঝাতে যে রেখাচিত্রের আশ্রয় নেওয়া হয়েছে, তার আকৃতি পুরুষাঙ্গের মতো। যদিও এই ঘটনা বেশ আগের। কিন্তু প্রকৃতির খামখেয়ালি অবস্থার কথা একবার চিন্তা করুন।  
Blogger দ্বারা পরিচালিত.