এই ধরনের আঙুল যাদের, তারা করোনায় মারা যাচ্ছেন বেশি


Odd বাংলা ডেস্ক: হাতের আঙুলের ধরনের সঙ্গে করোনায় আক্রান্তের মৃত্যুঝুঁকি সম্পর্কিত বলে দাবি করেছেন এক বিজ্ঞানী। যুক্তরাজ্যের সোয়ানসি ইউনিভার্সিটির প্রফেসর জন ম্যানিং জানিয়েছেন, যেসব পুরুষের অনামিকা আঙুল লম্বা, করোনাভাইরাসে তাদের মৃত্যুঝুঁকি কম দেখা গেছে। প্রফেসর ম্যানিং তাঁর এ দাবির ব্যাখ্যায় বলেছেন, যেসব পুরুষ গর্ভে থাকাকালীন সময়ে টেস্টোস্টেরন হরমোনের বেশি সংস্পর্শে আসে তাদের অনামিকা আঙুল সাধারণত বেশি লম্বা দেখা যায়। আর এই হরমোন এসি২ নামক একটি যৌগ তৈরি করে থাকে, যা শরীরকে ভাইরাসের সঙ্গে লড়াই করতে সহায়তা করে। দ্য সানকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিজ্ঞানী জানিয়েছেন, ‘তত্ত্বটি হলো প্রসবপূর্ব উচ্চ টেস্টোস্টেরনযুক্ত কারো এবং লম্বা অনামিকা আঙুলের অধিকারী পুরুষের মধ্যে এসি২ যৌগের উচ্চ ঘনত্ব রয়েছে। এই ঘনত্বগুলো ভাইরাসের বিরোধিতা করার জন্য যথেষ্ট বেশি। তাঁর মতে, লম্বা অনামিকা আঙুলের পুরুষরা কোভিড-১৯ রোগের হালকা উপসর্গ অনুভব করতে পারেন এবং দ্রুত কাজে ফিরে আসতে পারেন। কিছুদিন আগে যুক্তরাজ্যের অফিস অব ন্যাশনাল স্ট্যাটিস্টিকসের (ওএনএস) প্রকাশিত একটি পরিসংখ্যানে বলা হয়েছিল, করোনাভাইরাসের মৃত্যুঝুঁকিতে লিঙ্গ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
Blogger দ্বারা পরিচালিত.