এই ব্যাঙ্কে কি আপনার টাকা জমা আছে? তবে আপনার জন্য খারাপ খবর
Odd বাংলা ডেস্ক: বিশ্ব অর্থনীতিতে লকডাউনের প্রভাব পড়েছে এই কথা ঠিক। আর সে কারণে ভারতের বহু ব্যাঙ্কেই কমছে এক এক করে বিভিন্ন স্কিমে সুদের হার। এর মধ্যে যেমন রয়েছে সেভিংস অ্যাকাউন্ট তেমনই আছে আবার ফিক্সড ডিপোজিটও। অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে এই লকডাউনের কারণেই দেশের ব্যাঙ্কগুলি মহামন্দার মুখ দেখবে। ফলে গ্রাহকরাও আগের মতো সুবিধা আর পাবে না।
আই.সি.আই.সি.আই, এইচ.ডি.এফ.সি, এইচ.এস.বি.সি, বন্ধন ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্কের মতো বড় আকারের বেসরকারি ব্যাঙ্কগুলি অনেকটাই কমিয়ে আনতে পারে তাদের সেভিংস অ্যাকাউন্টের সুদের হার। পাশাপাশি নতুন ফিক্সড ডিপোজিট করতে গেলে লাগু হবে নতুন সুদের হার। যা আগের থেকে অনেকটা কম। মানে লকডাউনের আগে যে ফিক্সড ডিপোজিট করেছেন সেটাতে তেমন কোনও পরিবর্তন আসবে না। কিন্তু নতুন ফিক্সড ডিপোজিটে কমে যাবে সুদের হার। ফলে এখন যদি ফিক্সড ডিপোজিট করতে যান তাহলে লোকশান হবে আপনার।
Post a Comment