লকডাউন ৪.০: রাজ্যে কন্টেইনমেন্ট জোনকে ভাঙা হল ৩ ভাগে, ঘোষণা মুখ্যমন্ত্রীর


Odd বাংলা ডেস্ক: রাজ্যগুলিকে সংশ্লিষ্টক্ষেত্রে করোনাপ্রবন এলাকা চিহ্নিত করতে রেড জোন, গ্রিন জোন এবং অরেঞ্জ জোন নির্ধারণ করার স্বাধীনতা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আর সেই মতোই চতুর্থ দফা লকডাউনে রাজ্যে করোনা সংক্রমিত এলাকা বাছাইয়ের ক্ষেত্রে নতুন উপায় বের করল রাজ্য সরকার। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এদিন সাংবাদিক বৈঠকে এসে জানান, রাজ্যের কনটেনমেন্ট জোনগুলিও এবার থেকে বুথ ও ওয়ার্ড অনুসারে ভাগ করা হবে। আবার একটি কনটেনমেন্ট জোনকে তিন ভাগে ভাগ করা হয়েছে। 'এ'- সংক্রামিত বা ক্ষতিগ্রস্থ এলাকা, 'বি'- বাফার এলাকা, 'সি'- ক্লিন এলাকা। 'এ' এলাকায় আপাতত সব বন্ধ থাকবে। 'বি' এলাকায় কিছু বিধিনিষেধ থাকবে এবং 'সি' চিহ্নিত এলাকায় সব কিছু স্বাভাবিক ভাবে শুরু করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 
Blogger দ্বারা পরিচালিত.