সর্বকালের রেকর্ড ভাঙল ভারত, দেশে একদিনে করোনা আক্রান্ত ৮,৩৮০!


Odd বাংলা ডেস্ক: ভারতে প্রতিদিন যখন করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, ঠিক তখনই ভারতে শিথিল করে দেওয়া হচ্ছে লকডাউন পরিস্থিতি আর তা নিয়েই চিন্তায় বিশেষজ্ঞরা। শনিবার ভারতে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছিল ৭,৯৬৪, যা এযাবত একদিনে সর্বাধিক। সেই রেকর্ড ভেঙে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ছাড়িয়ে গেল। 

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুসারে শেষ ২৪ ঘণ্টায় দেশেনতুন করে ৮,৩৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা এতদিনের মধ্যে একদিনে সর্বাধিক বৃদ্ধি। ভারত করোনা আক্রান্তের নিরিখে সারা বিশ্বে নবমতম দেশ। 

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১,৮২,১৪৩। শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৯৩ জনের। এর ফলে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। ভারতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫,১৬৪ জনের। 

তবে আশার খবর এই যে, এখনও পর্যন্ত করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৮৬,৯৮৪ জন। এখনও পর্যন্ত ভারতে কোভিড ১৯ থেকে সুস্থতার হার ৪৭.৭৫ শতাংশ। এখনও পর্যন্ত ভারতে সুস্থতার হার অনেকটাই বেশি।
Blogger দ্বারা পরিচালিত.