ভারতে একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্ত ৫,৬১১ জন! মৃতের সংখ্যা বেড়ে গিয়ে হল ৩,৩০৩


Odd বাংলা ডেস্ক: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুসারে একদিকে রেকর্ড সংখ্যক রোগীল করোনা আক্রান্ত হয়েছেন। শেষ ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৫,৬১১। যার ফলে সারা দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে হল ১ লক্ষ ৬ হাজার ৭৫০ জন! পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা বেড়েছে আরও ১৪০ জন। যার ফলে পাশাপাশি সারা দেশে মৃতের সংখ্যা বেড়ে হল ৩,৩০৩। 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশে এই মুহূর্তে সুস্থ হয়ে ওঠার হার ৩৯.৬২ শতাংশ। সারা দেশে এই মুহূর্তে করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪২ হাজার ২৯৮ মানুষ। 

বিশ্বব্যাপী, ৪৮,৯৭,৮৪২ জন মানুষ করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩,২৩,২৮৭ মানুষ মারা গিয়েছে। জন, হপকিন্স বিশ্ববিদ্যালয়ের রিয়েল-টাইম ট্যালি বলছে মার্কিন যুক্তরাষ্ট্রে, করোনাভাইরাস দ্বারা ক্ষতিগ্রস্থ সবচেয়ে বেশি। সেখানে ৯১,৮৪৫ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।
Blogger দ্বারা পরিচালিত.