লকডাউনেও উত্তেজনা, লাদাখে ভারতীয় সেনা জওয়ানকে আটক করে রাখল চিনা বাহিনী!


Odd বাংলা ডেস্ক: লকডাউনেও চরম উত্তেজনা বাড়ছে ভারত এবং চিনের মধ্যে। বেশ কয়েকদিনের ধরেই সিকিম সীমান্তে ভারত-চিন উত্তেজনা অব্যাহত ছিলই। প্রসঙ্গত, গত বুধবার লাদাখে ভারতীয় সেনার একটি টহলদারি দল এবং ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের কয়েকজন সদস্যকে আটক করেছিল চিনা সেনাবাহিনী। ঘটনাটি ঘটেছে লাদাখের প্যাংগং লেকের কাছে। সেনাদের আটক করে রাখার পাশাপাশি তাঁদের অস্ত্র-শস্ত্রও বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছিল বলে খবর। 

সেদিন ভারত-চিন কমান্ডারদের মধ্যে বৈঠক সংগঠিত হওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয় বলে খবর। সেইসঙ্গে ফিরিয়ে দেওয়া হয়েছিল তাদের অস্ত্র-শস্ত্রও। আর এর জেরেই আরও একবার প্রমাণিত হল যে, ভারত-চিন সংঘাত এক নয়া মোড় নিল। আর এই গোটা বিষয়টিই বিশদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতরে জানিয়েছে ভারতীয় সেনা। 
Blogger দ্বারা পরিচালিত.