আবার বাড়তে চলেছে পেঁয়াজের দাম
Odd বাংলা ডেস্ক: করোনা ভাইরাসের কারণে এশিয়ার সব থেকে বড় পেঁয়াজের বাজার লাসালগাঁও মার্কেট বন্ধ ৷ বাজার কমিটির পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছে, ক্রমশই করোনা ভাইরাসের দাপট বাড়তে বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এরপরই শুরু হয়েছে চিন্তা ! লকডাউনের প্রভাবে কি বাড়বে পেঁয়াজের দাম ? এমনিতেই তৃতীয় দফার লকডাউনে সমস্যায় জেরবার ব্যবসায়ীরা ৷ পেঁয়াজ কেনার চাহিদাও পেঁয়াজ বাজারের আকালের প্রভাব পড়েছে মহারাষ্ট্রের পেঁয়াজ মান্ডিতেও ৷
পেঁয়াজের সঙ্গে সঙ্গে বেশ কিছু সামগ্রীরও অনির্দিষ্টকালের জন্য বেচাকেনা বন্ধ রয়েছে ৷ বড় পেঁয়াজ বাজারে করোনা রোগীর সন্ধান পাওয়াতেই বাজার সমিতি সিদ্ধান্ত নিয়ে বন্ধ রেখেছে পেঁয়াজের বিকিকিনি ৷ ফেব্রুয়ারি-মার্চ মাসে পেঁয়াজের দাম ১০০ টাকা পার করেছিল ৷ সেই সময়ে মান্ডিতে দাম ছিল ১২০ থেকে ১৪০ টাকা প্রতি কিলো, মার্চ মাসে নতুন পেঁয়াজ ফলনের পরে দাম ক্রমশই কমতে শুরু করে ৷
লকডাউনের প্রথম পর্যায়ে পেঁয়াজের দাম ৪০ টাকা কেজি ছিল যা বর্তমানে ১৬ টাকা প্রতি কেজি হয়েছে ৷ তবে ব্যবসায়ীরা মনে করছেন, অন্য রাজ্য থেকে পেঁয়াজের আমদানি ঠিকঠাক আছে, তাই দাম নিয়ে চিন্তা করার কিছুই নেই ৷
Post a Comment