ফিক্সড ডিপোজিটে আর তেমন সুদ পাবেন না, এই সরকারি স্কিমে টাকা রাখুন, মিলবে বিশেষ লাভ
Odd বাংলা ডেস্ক: পোস্ট অফিসের স্মল সেভিংস স্কিম বা স্বল্পমেয়াদি অনেক প্রকল্প আছে ৷ যার মাধ্যমে ভাল রকমের সঞ্চয় করা যেতে পারে ৷ পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম বা মাসিক আয় যোজনা প্রকল্পটি মধ্যবিত্তের কাছে একটি আকর্ষণীয় প্রকল্প ৷ এই প্রকল্পে যদি কেউ বিচার বিবেচনা করে বিনিয়োগ করতে পারেন সেক্ষেত্রে বাৎসরিক মোটা টাকা সঞ্চয় হতে পারে ৷ এমনই এক প্রকল্প রয়েছে যার মাধ্যমে ৫৯,৪০০ টাকার রোজগার হতে পারে ৷ এক নজরে দেখে নেওয়া যাক প্রকল্পটি বিস্তারিত ভাবে ৷ পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম বা পিওএমআইএস অ্যাকাউন্ট যে কেউ খুলতে পারেন, সিঙ্গল বা জয়েন্ট মোডে খোলা যেতে পারে ৷ ১০ বছরের কম বয়সীদের ক্ষেত্রে বাবা-মা বা অভিভাবকের নামে অ্যাকাউন্ট খোলা যাবে ৷ ১০ বছর বয়সী যে কেউই নিজের নামে অ্যাকাউন্ট খুলতে পারেন ৷ সমস্ত ভারতীয় নাগরিকই ১০০০ টাকা দিয়ে এই প্রকল্পে বিনিয়োগ শুরু করতে পারেন পোস্ট অফিসের মাধ্যমে ৷ সিঙ্গেল অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বাধিক ৪.৫ লক্ষ টাকা ও জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ৯ লক্ষ টাকার সর্বাধিক বিনিয়োগ করতে পারেন ৷ এই স্কিমের পূর্ণ মেয়াদ ৫ বছরের ৷ এরপরে ইচ্ছুক গ্রাহকেরা ৫ বছর করে দুটি মেয়াদের জন্য টাকা ফের জমাতে পারেন ৷ সাধারণ মানুষের কাছে সঞ্চয়ের এক ভাল বিকল্প পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম ৷ এই প্রকল্পের চারটি বড় সুবিধা হল যে কেউই এই অ্যাকাউন্ট খুলতে পারেন ৷ বিনিয়োগ করা মোট অঙ্কের টাকা নিশ্চিত থাকে সর্বদা ৷ ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের তুলনায় ভাল রিটার্ন পাওয়া যায় ৷ এরফলে প্রতি মাসে একটি নিশ্চিত আয়ের সুযোগ থাকে ৷
প্রকল্পের মেয়াদ শেষ হলে সম্পূর্ণ জমা টাকা বিনিয়োগকারী পেয়ে থাকেন ৷ পুনরায় টাকা এই প্রকল্পে টাকা বিনিয়োগ করতে পারেন ও মাসিক আয় নিশ্চিত করতে পারেন ৷ সুবিধা মত পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ এরজন্য ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ট্রাইভিং লাইসেন্স ইত্যাদির মধ্যে কোনও একটির প্রতিলিপি (জেরক্স) জমা দিতে হবে ৷ এছাড়াও ঠিকানার প্রমাণপত্র (যে কোনও সরকারি পরিচয়পত্রও এক্ষেত্রে কাজে আসতে পারে) ৷ এছাড়াও ২ কপি পাসপোর্ট সাইজের ছবিও প্রয়োজন হবে অ্যাকাউন্ট খোলার সময়ে ৷ এই প্রকল্পের অন্তর্গত কোনও গ্রাহক যদি সর্বাধিক ৯ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে বার্ষিক ৬.৬ শতাংশ হারে সুদ পেতে পারেন সর্বাধিক ৫৯,৪০০ টাকা ৷ মাসিক সুদের টাকা ৪,৯৫০ হিসাবে পাওয়া যাবে ৷
Post a Comment