করাচিতে ভেঙে পড়া পাক ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার নগদ ৩ কোটি টাকা


Odd বাংলা ডেস্ক: অবতরণের মাত্র ১ মিনিট আগে করাচিতে ভেঙে পড়া পাকিস্তান ইন্টারন্যাল এয়ারলাইন্সের বিমানের ধ্বংসস্তূপের মধ্যে থেকে উদ্ধার হল নগদ ৩ কোটি টাকা। এরপরই তদন্ত শুরু করেছিলেন তদন্তকারীরা। লাহোর থেকে আসা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের এয়ারবাস পিকে-৮৩০৩-টি ৯৯জন যাত্রী এবং ৮ জন ক্রু মেম্বার নিয়ে করাচি বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় আলৌকিকভাবে বেঁচে যান ২ জন। 

সরকারি সূত্রে খবর, ভেঙে পড়া বিমান থেকে বিভিন্ন দেশের এবং বিভিন্ন মূল্যের নগদ ৩ কোটি উদ্ধার করা হয়েছে। মোট দু'টি ব্যাগে করে এই বিপুল পরিমাণে অর্থ উদ্ধার করা হয়েছে। যার ফলে খুব স্বাভাবিকভাবেই হতবাক উদ্ধারকারী দলের প্রতিনিধিরা। যদিও গোটা বিষয়টি এখন তদন্ত প্রক্রিয়া এখনও জারি। বর্তমানে যাত্রীদের ব্যাগ শনাক্তকরণের কাজ চলছে। 
Blogger দ্বারা পরিচালিত.