মদের ডেলিভারি করবে জোম্যাটো?


Odd বাংলা ডেস্ক: লকডাউনের জেরে দীর্ঘ সময় গোটা দেশে বন্ধ ছিল মদের দোকান। তৃতীয় দফার লকডাউন শুরুর দিনে ৪ঠা মে মেলে মদের দোকান খোলার ছাড়। তাও কনটেনমেন্ট জোনে নয়। এখন নির্দিষ্ট সময়ের জন্য খোলা হচ্ছে মদের দোকান। কিন্তু তার জন্য দাঁড়াতে হচ্ছে দীর্ঘ লাইনে। সেই লাইন খুবই ঝুঁকিপূর্ণ। কারণ, সেখানে সামাজিক দূরত্ব রক্ষাও সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে খুব তাড়াতাড়ি সুখবর শোনাতে পারে জোমাটো। লকডাউনে ইতিমধ্যেই মানুষের প্রয়োজনের কথা মাথায় রেখে সবজি ও মুদিখানার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ডেলিভারি করা শুরু করেছে জোমাটো। কিন্তু এই মুহূর্তে মদের ‘হোম ডেলিভারি’র তেমন কোনও সুনির্দিষ্ট ব্যবস্থা নেই। তাই এ বার চাহিদা আর সুরক্ষার বিষয়টি মাথায় রেখে মদের ‘হোম ডেলিভারি’ দেওয়ার কথা ভাবছে জোমাটো। 

সংবাদ সংস্থার তরফে জানা গিয়েছে, অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জোমাটো মদ সরবরাহের লক্ষ্যে কাজ করছে। তবে তার জন্য দেশের আ’বগারি আইনে বদল আনতে হবে। দেশে বর্তমানে মদ সরবরাহের জন্য বর্তমানে কোনও আইনী অনুমতি নেই। তবে ইন্টারন্যাশনাল স্পি’রিটস অ্যান্ড ওয়া’ইনস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া জোমাটো ও অন্য কোম্পানিদের সঙ্গে মিলে একযোগে এ ব্যাপারে সরকারকে রাজি করাতে তোড়জোড় শুরু করেছে বলে জানা যাচ্ছে।
Blogger দ্বারা পরিচালিত.