কুলগামে সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে খতব লস্কর-ই-তইবা-র দুই শীর্ষ সন্ত্রাসবাদী


Odd বাংলা ডেস্ক: ফের উত্তপ্ত উপত্যকা। জম্মু ও কাশ্মীরের কুলগামে ফের সেনা এবং সন্ত্রাসবাদীদেক মধ্যে লাগাতার সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। যার জেরে ভারতীয় জওয়ানের হাতে নিহত লস্কর-ই-তইবা-র এক শীর্ষস্থানীয় সন্ত্রাসবাদী।

সূত্রের খবর, নিহত ওই সন্ত্রাসবাদী একজন ক্যাটেগরি এ- সন্ত্রাসবাদী ছিল। গত কয়েকবছর ধরেই সক্রিয় থাকা ওই সন্ত্রাসী একাধিক নাশকতার সঙ্গে সরাসরি যুক্ত ছিল। 

গোপন সূত্র থেকে পাওয়া খবরে, সন্ত্রাসবাদীদের লুকিয়ে থাকার কথা জানতে পেরেছিল নিরাপত্তারক্ষীরা। এরপর মীরওয়ানি গ্রামের বেশ কয়েকটি বাড়ি ঘিরে ফেলেন তাঁরা। এরপর কুলগামের মঞ্জগ্রামে অভিযান চালায় ৩৪ রাষ্ট্রীয় রাইফেলস, CRPF ও পুলিশ বাহিনী। এরপর তাঁদের লক্ষ করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে সন্ত্রাসবাদীরা। এর পালটা গুলিও চালান জওয়ানরা। দু- পক্ষের মধ্যে তীব্র গুলি বিনিময় হয়। আর এতেই নিকেশ করা হয় দুই সন্ত্রাসবাদীকে।
Blogger দ্বারা পরিচালিত.