করোনায় জাপানি সুমো পালোয়ানের মৃত্যু
Odd বাংলা ডেস্ক: এবার করোনায় মৃত্যু হয়েছে জাপানের ২৮ বছর বয়সী এক সুমো পালোয়ানের। জাপান সুমো অ্যাসোসিয়েশন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। রেসলিং জগতে তিনি শৈবশী হিসাবে পরিচিত তবে তার আসল নাম কিয়োতাকা সুটাকে। করোনায় তার একাধিক অঙ্গ নষ্ট হয়ে গিয়েছিল বলে জানা গেছে।
তিনিই করোনাভাইরাসে মারা যাওয়া বিশ্বের প্রথম সুমো কুস্তিগীর এবং জাপানে সবচেয়ে কম বয়সে মারা যাওয়াদের অন্যতম বলে জানা গেছে।
সুমো অ্যাসোসিয়েশন জানিয়েছে, রেসলার শৈবশী ৪ এপ্রিল জ্বরে আক্রান্ত হয়েছিল তবে তার লক্ষণগুলো আরো খারাপ হওয়া পর্যন্ত পরীক্ষা করা বা হাসপাতালে ভর্তি করা যায়নি। চার দিন পরে তাকে যখন হাসপাতালে ভর্তি করা হয়েছিল তখন তার অবস্থা অনেক খারাপ। ১৯ এপ্রিল তাকে নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) স্থানান্তরিত করা হয়।
টোকিওর গ্রীষ্মকালীন গ্র্যান্ড সুমো টুর্নামেন্ট রায়োগোকু কোকুগিকান ভাইরাসটি আরো ছড়িয়ে যাওয়ার আশঙ্কায় বাতিল করা হয়েছে। টুর্নামেন্টটি ২৪ শে মে থেকে ৭ জুন পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
চলতি গ্রীষ্মের শেষের দিকে আরো একটি বড় ইভেন্ট এখনও নির্ধারিত আছে। তবে সেটি দর্শকদের উপস্থিতি ছাড়াই অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষায় দেখা গেছে, জাপানে এখন পর্যন্ত কভিড -১৯ আক্রান্ত হয়েছে প্রায় ১৬ হাজার মানুষ। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৬৫৭ জনের।
Post a Comment