গরীবের জন্য পুরসভা নয়, গাছ কাটার DMG গাড়ি নিয়ে কাড়াকাড়ি




Odd বাংলা ডেস্ক: তিলোত্তমার এই চেহারা আজ পর্যন্ত কেউ দেখেনি। আমফানের জেরে গোটা শহরটা বিধ্বস্ত। গাছ পড়ে আটকে আছে বিভিন্ন রাস্তা। এমন অবস্থায় কার্যত গৃহবন্দী শহরবাসী। খাস দক্ষিণ কলকাতার অপেক্ষাকৃত গরীব এলাকায় এখনও গাছ কাটার ডিএমজি গাড়ি পৌঁছায়নি বলে অভিযোগ এলাকাবাসীর। কেয়াতলা রোডের বস্তিতে থাকেন সুনীল দাস। তিনি বলছেন এই এলাকা চিরদিন সরকারের তালিকার বাইরে। আমাদের এখানে গাছ পড়ে গিয়েছে এবং সেই গাছ কখন কাটা হবে আমরা জানিনা, অথচ সরকারে থাকা নেতামন্ত্রী পাড়াগুলিকে ইতিমধ্যেই পরিষ্কার করা হয়েছে। সরকারে থাকা নেতা-মন্ত্রীদের পাড়াগুলিতে গাছ সরানোও হয়ে গিয়েছে। বেহালার মদনমোহনতলার বাসিন্দা সৌভিক মাইতি বলছেন কাল রাত থেকে আমরা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে আছি। এখনও পর্যন্ত কলকাতা পুরসভার তরফে কোনও ডিএমজি গাড়ি পাঠানো হয়নি। তার আরও অভিযোগ এই ডিএমজি দিয়ে যথাযথ পরিষেবা দেওয়া যাবে না কারণ এগুলি বড় আকারের গাছ কাটতে অক্ষম। এখানেই শেষ নয়। এলাকায় এখনও কোনও জেসিবি গাড়ির দেখা মেলেনি বলে করছেন তিনি। অন্যদিকে হরিদেবপুরের বাসিন্দা সৌগত ভট্টাচার্য্য জানাচ্ছেন তাদের এলাকা এখনও জলমগ্ন এবং পুরসভার তরফে কোনও কর্মী এখনও পাঠানো হয়নি।
Blogger দ্বারা পরিচালিত.