শুরু হল আমফানের ল্যান্ডফলের প্রক্রিয়া, বিকেল ৫টার পর থেকে বিধ্বংসী রূপ কলকাতায়


Odd বাংলা ডেস্ক: শুরু হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় আমফানের ল্যান্ডফল প্রক্রিয়া।এখনও পর্যন্ত পুরিপুরিভাবে স্থলভাগে প্রবেশ করেনি আমফান, কিন্তু তাতেই শহর কলকাতার একাধিক জায়গায় বিশেষত গড়িয়াহাট এবং সার্দান অ্যাভিন্যিউ-তে একাধিক গাছ পড়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। যেহেতু লকডাউন পরিস্থিতি চলছে, তাই রাস্তাঘাটে জনমানব নেই বলে খানিকটা স্বস্তি।

হাওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে, প্রিফল শেষ হয়ে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হলেও এখনও কলকাতায় ঘূর্ণিঝড় প্রবেশ করেনি। আগামী ৩-৪ ঘণ্টায় আমফান পুরোপুরিভাবে স্থলভাগে প্রবেশ করবে বলে জানা গিয়েছে।

একইভাবে ল্যান্ডফলের মারাত্মক প্রভাব পড়েছে ওড়িশাতেও। সেখানে ইতিমধ্যেই ১০২ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইছে। যার ফলে পারাদ্বীপে গাছ উপড়ে পড়ার ছবিটিও স্পষ্ট। 
Blogger দ্বারা পরিচালিত.