অভূতপূর্ব সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনি, কাশ্মীরে গ্রেফতার লস্কর জঙ্গি-নেতা-সহ ৫ জন


Odd বাংলা ডেস্ক: উপত্যকায় জঙ্গি মোকাবিলায় বিরাট সাফল্য পেল ভারতীয় সেনা। সেনাবাহিনীর হাতে ধরা পড়ল জম্মু ও কাশ্মীরের বদগাম জেলার লস্কর-ই-তইবার জঙ্গি নেতা। 

সূত্রের খবর, খানসাহিব তহসিলের আরিজাল গ্রামে লস্কর-ই-তইবার ইউসুফ কান্ট্রুর ঘনিষ্ঠ সহযোগী জাহুর ওয়ানিকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। পাশাপাশি তার কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে। আরও জানা গিয়েছে, জাহুর ওয়ানি মূলত বদগাম ও বারামুল্লা অঞ্চলে কর্মরত কান্ট্রুর লস্কর দলটিকে রসদ এবং পরিবহনের জন্য প্রয়োজীয় বিভিন্ন উপকরণ সরবরাহ করত।

সেই গ্রেফতারির পর আরও চারজন জম্মু কাশ্মীর পুলিশের হাতে ধরা পড়েছে বলে খবর। প্রসঙ্গত, তল্লাশি অভিযান চালিয়ে সকলকেই ওই একই এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, জঙ্গি সংগঠনকে প্রতক্ষ্য ও পরোক্ষভাবে সাহায্য করার অভিযোগে তাদের সকলকে গ্রেপ্তার করা হয়েছে।
Blogger দ্বারা পরিচালিত.