গ্যাসের সিলিন্ডার পাবেন বিনামূল্যে! কীভাবে জানুন

20041-gash

Odd বাংলা ডেস্ক: করোনা ভাইরাসের জেরে দেশে যে লকডাউন চলছে তাতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন গরিব মানুষেরা ৷ আর তাদের কথা মাথায় রেখেই ১.৭ লক্ষ কোটি টাকার প্যাকেজের ঘোষণা করা হয়েছিল কেন্দ্র সরকারের তরফে ৷ এই রিলিফ প্যাকেজের মধ্যেই উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে গ্যাস সিলিন্ডার সাপ্লাই দেওয়ার ঘোষণা করা হয়েছিল ৷ এই সুযোগ কেবল তারাই পাবেন যাদের নাম উজ্জ্বলা স্কিমে রেজিস্টার্ড রয়েছে ৷ এই স্কিমের সুবিধা নেওয়ার জন্য কেবল এক মাসের সময় রয়েছে ৷ কারণ সরকারের ঘোষণা অনুযায়ী ৩ মাস পর্যন্ত স্কিমের রেজিস্টার্ড সদস্যদের বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে ৷ 

এই সুবিধা নেওয়ার জন্য মোবাইল নম্বর রেজিস্টার্ড থাকা বাধ্যতামূলক ৷ অথার্ৎ গ্যাস এজেন্সির কাছে যাদের নম্বর রেজিস্টার্ড রয়েছে কেবল তাদের এই সুবিধা দেওয়া হবে ৷ প্রথমে যারা এই সুবিধা পাবেন তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে ৷ এরপর গ্রাহকরা গ্যাস বুক করে ক্যাশ টাকা দিয়ে সিলিন্ডার নিচ্ছেন৷ 

উজ্জ্বলা স্কিম অনুযায়ী, ১৪.২ কিলোগ্রাম ৩ এলপিজি সিলিন্ডার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় দেওয়া হচ্ছে ৷ এক মাসে একটাই সিলিন্ডার বিনামূল্যে মিলবে ৷ যাদের কাছে ৫ কিলোর সিলিন্ডার রয়েছে, তাদের ৩ মাসে মোট ৮টি সিলিন্ডার দেওয়া হবে ৷ এক মাসে অধিকতম ৩টি সিলিন্ডার ৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.