করোনায় খাদ্য সরবরাহের আড়ালে চলছে মাদক ব্যবসা
Odd বাংলা ডেস্ট: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশে যখন লকডাউন চলছে তখন জরুরি খাদ্য সরবরাহের আড়ালে অপরাধীরা চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা ও অন্যান্য অবৈধ পণ্য পরিবহন। বৃহস্পতিবার ইন্টারপোল এ তথ্য জানিয়েছে।
আন্তর্জাতিক পুলিশ সংস্থাটি জানিয়েছে, আয়ারল্যান্ড, মালয়েশিয়া, স্পেন ও ব্রিটেনের পুলিশের কাছ থেকে তারা জানতে পেরেছেন, ডেলিভারি চালকরা কোকেন, মারিজুয়াানা, কিটামিন ও এস্টেসির মতো মাদক পরিবহন করছে।
তারা এদেরকে চিহ্নিত করেছেন।
চলতি মাসের প্রথম দিকে স্পেনের আলিসানতে ও ভ্যালেন্সিয়াতে খাদ্য ডেলিভারি চালক ছদ্মবেশে মাদক সরবরাহের সময় সাত জনকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। এরা সাইকেল, মোটরসাইকেল ও গাড়িতে করে কোকেন ও মারিজুয়ানা সরবরাহ করছিল। কিছু মাদক হোম ডেলিভারি ব্যাগে করে বহন করা হতো।
পিজা বাক্সে বহন করার সময় আয়ারল্যান্ডের পুলিশ আট কেজি কোকেন ও দুটি হ্যান্ডগান উদ্ধার করেছে।
মাদক বিরোধী অভিযানের জ্যেষ্ঠ কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, ল্যাটিন আমেরিকার বড় বড় মাদক ব্যবসায়ীরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে কোকেনের বড় চালান ইউরোপে পাঠিয়েছে।
Post a Comment