আর কত দূরে আমফান? ক্লিক করে দেখুন LIVE




Odd বাংলা ডেস্ক: আগামী ১২ ঘণ্টার মধ্যে আরও "তীব্র ঘূর্ণিঝড়" হয়ে উঠবে আমফান , এমনই আশঙ্কার কথা শোনালো ভারতীয় আবহাওয়া দফতর। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং ওড়িশার, ঝড়ের বিষয়ে সতর্ক করে জানালো তারা। পূর্বাভাস অনুযায়ী বুধবারেই বাংলায় আছড়ে পড়তে চলেছে আমফান, এর ফলে সমুদ্র ও নদীগুলো ভয়ঙ্কর উত্তাল হবে, উপকূলবর্তী এলাকায় ভূমিধসেরও সম্ভাবনা রয়েছে। "পশ্চিম-মধ্য এবং দক্ষিণ বঙ্গোপসাগরের আশেপাশের মধ্যবর্তী অঞ্চলগুলিতে ১৩ কিলোমিটার গতিবেগে এগিয়ে চলা অত্যন্ত তীব্র ঘূর্ণিঝড় ''আমফান'' সম্ভবত আরও শক্তি অর্জন করছে এবং আগামী ১২ ঘণ্টার মধ্যে এটি সুপার সাইক্লোন বা অতি তীব্র ঘূর্ণিঝড় রূপান্তরিত হবে", এক বিবৃতিতে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। একে করোনা ভাইরাসের হামলায় গোটা দেশ বিপর্যস্ত, তার উপর আবার আমফানের আশঙ্কা। করোনার জেরে ভারতে এখনও পর্যন্ত ৯৯,০০০ এরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং ৩,০০০ এরও বেশি মানুষের প্রাণ গেছে। দেখুন লাইভ, কোথায় আছে এই ঝড়। 


অথবা ক্লিক করুন:
https://earth.nullschool.net/#current/wind/surface/level/orthographic=83.27,17.48,965
এই লিঙ্কে
Blogger দ্বারা পরিচালিত.