মানবিকতার নজির, অভাবী পরিযায়ী শ্রমিকদের জন্য পথের ধারে জামা-জুতো-খাবারের বন্দোবস্ত করলেন ভোপালবাসী


Odd বাংলা ডেস্ক: সারা দেশজুড়ে একদিকে করোনায় আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু হচ্ছে, অন্যদিকে ভিনরাজ্য থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে একের পর এক পরিযায়ী শ্রমিকদের। কেউ ট্রাক দুর্ঘটনায়, আবার কেউ দীর্ঘ পথ পায়ে হেঁটে অসুস্থ হয়ে প্রাণ হারাচ্ছেন। যাঁদের শরীরে প্রাণ আছে, তাঁরা সকলেই চাকরি খুইয়েছেন, শেষ হয়েছে জমানো টাকাও। আর এই পরিস্থিতিতে মানবিকতার নজির গড়লেন ভোপালের সাধারণ মানুষ। 

অভাবী পরিযায়ী শ্রমিকদের সাহায্য করার জন্য পথের ধারে জামাকাপর, জুতো এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী রেখে দিলেন ভোপালের মানুষজন। যার যা প্রয়োজন সে তা বিনামূল্যে সেখান থেকে তুলে নিতে পারেন। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে, মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশ ও বিহারের দিকে যাত্রা করার সময় অধিকাংশ অভিবাসী শ্রমিকরা ভোপাল হাইওয়া ব্যবহার করেন। তাই বাইপাসের ওপরেই রাখা হয়েছে পরিযায়ী শ্রমিকদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র। নিজের প্রয়োজন অনুসারে বেছে নিতে পারেন যে-কেউ। 

অন্যদিকে একদল বাসিন্দা আবার পথচারীদের খাবার ও জল সরবরাহ করে আসছেন এই লকডাউনের মধ্যে। দলের অন্যতম স্বেচ্ছাসেবক আবদুল রেহমান বলেছেন, 'জামায়াত-এ-ইসলামী'র তরফে এই ব্যবস্থা করা হয়েছে। তাঁরা প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত সেখানে থাকেন এবং অভাবীদের খাদ্য সরবরাহ করেন। 
Blogger দ্বারা পরিচালিত.