সোমবার থেকে শুরু লকডাউন ৪.০, এক ঝলকে দেখে নিন কেন্দ্রের নয়া গাইডলাইন



Odd বাংলা ডেস্ক: আজ তৃতীয় দফার লকডাউনের শেষদিন। ১৮ মে থেকে সারা দেশে শুরু হচ্ছে চতুর্থ দফার লকডাউন। আগামী ৩১ মে পর্যন্ত অর্থাত ১৪ দিন পর্যন্ত বর্ধিত করা হল চতুর্থ দফার লকডাউনের মেয়াদ। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথামতো চতুর্থ দফার লকডাউন আক্ষরিক অর্থেই অনেক নতুন রঙ-রূপ নিয়ে এল। কারণ চতুর্থ দফার লকডাউনে ছাড় দেওয়া হয়েছে বেশকিছুক্ষেত্রে পাশাপাশি নতুন কিছু নির্দেশিকাও জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। 

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে-
১) আভ্যন্তরীন বিমান পরিষেবা, স্কুল-কলেজ, হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে।
২) আন্তঃরাজ্য যাত্রীবাহী যানবাহন পরিষেবা চালু করা যেতে পারে, তবে সেক্ষেত্রে মানতে হবে রাজ্যের পরামর্শ।
৩) রাজ্যসরকার পরিস্থিতি বিচার করে রাজ্যের মধ্যে রেড, গ্রিন এবং অরেঞ্জ জোন নির্ধারিত করতে পারবে। 
৪) বন্ধ রাখা হবে মেট্রো রেল পরিষেবাও।
৫) জারি থাকবে নাইট কারফিউও। যার অর্থ সন্ধে ৭টা থেকে পরের দিন সকাল ৭টার মধ্যে যেকোনও অপ্রয়োজনীয় যাতায়াত নিষিদ্ধ থাকবে।
Blogger দ্বারা পরিচালিত.