চতুর্থ দফা লকডাউনে জারি নাইট কারফিউ, এর অর্থ কী, জেনে নিন


Odd বাংলা ডেস্ক: রবিবার সন্ধেয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে লকডাউন ৪.০-এর যাবতীয় নিয়ম-নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। যেখানে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে আরও ১৪দিন অর্থাত ৩১ মে পর্যন্ত চলবে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশানুসারে, চতুর্থ দফার লকডাউনে চলবে নাইট কারফিউ, যা চলবে সন্ধ্যে ৭টা থেকে পরেরদিন সকাল ৭টা পর্যন্ত। ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণ করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। 

নির্দেশিকায় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, প্রয়োজনীয় কাজকর্ম ছাড়া সন্ধে ৭টা থেকে পরেরদিন সকাল ৭টা পর্যন্ত অপ্রয়োজনীয় কারণে মানুষের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের কাছে নির্দেশ দেওয়া হয়েছে, তাদের এলাকার ভিত্তিতে আইনানুশারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। আর এই নির্দেশ কার্যকর করতে স্থানীয় প্রশাসন গোটা এলাকায় ১৪৪ ধারা জারি করতে পারে। 

রেড, গ্রিন, অরেঞ্জ জোন বা কন্টেইমেন্ট জোন নির্বিশেষে সব জায়গায় নাইট কারফিউ জারি থাকবে। আর সকলকে তা কঠোরভাবে মেনে চলারও নির্দেশ দেওয়া হয়েছে। ২৪ মার্চ থেকে শুরু হয়ে গোটা মে মাস জুড়ে চলবে লকডাউন।
Blogger দ্বারা পরিচালিত.