চতুর্থ দফার লকডাউন চলবে ৩১ মে পর্যন্ত? তবে কী কী বাড়তি সুবিধা পাবেন, জেনে নিন
Odd বাংলা ডেস্ক: ১৭ মে শেষ হচ্ছে তৃতীয় দফার লকডাউন। আর তারপরই শুরু হবে চতুর্থ দফার লকডাউন। বিশেষ সূত্রে খবর, লকডাউনের মেয়াদ আরও ২ সপ্তাহ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে লকডাউনের মেয়াদ, যার ফলে লকডাউন চলবে আগামী ৩১ মে পর্যন্ত। তবে এই চতুর্থ দফার লকডাউনে অনেক বেশি করে ছাড়ের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। বিধিনিষেধ বজায় রেখেই গণপরিবহন ব্যবস্থা চালু করা হবে এবং শর্তসাপেক্ষে রেস্তোরাঁ এবং শপিং মলও খোলা হতে পারে বলে জানা গিয়েছে।
ক্যাব এবং ট্যাক্সির মতো অটোরিক্সাতেও সর্বাধিক ২ জন করে যাত্রী নিয়ে চলাচল শুরু করার অনুমতি দেওয়া হতে পারে। পাশাপাশি একাধিক ঘরোয়া বিমান উড়ানের পক্ষেও সম্মতি দিয়েছে বিমান সংস্থাগুলি। তবে রেড জোনগুলিতে মেট্রো পরিষেবা বন্ধ রাখা হবে বলে জানা গিয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১১ মে মহামারী নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে পঞ্চমবার ভিডিও কনফারেন্সের সময় যে পরামর্শ চেয়েছিলেন তার ভিত্তিতে নতুন নির্দেশিকা, শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ছাড়পত্র পাওয়ার পরে স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃক প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কন্টেন্টমেন্ট জোনগুলিতে কঠোর নিয়মানুবর্তীতা বজায় রেখে এবং নন-কনটেন্টমেন্ট জোনগুলিতে শর্তসাপেক্ষে ছাড়ের অনুমতি দেওয়া হতে পারে।
Post a Comment