৫০,০০০ হেক্টর জমি পঙ্গপালের কবলে, ভিডিও দেখে শিউরে উঠল নেটদুনিয়া, ২০২০-তেই শেষ মানবসভ্যতা?
Odd বাংলা ডেস্ক: সারা দেশে যখন করোনা মহামারির প্রাদুর্ভাব পাল্লা দিয়ে বাড়ছে, তখনই রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশে আক্রমণ চালাচ্ছে পঙ্গপালের বিরাট ঝাঁক। পাকিস্তান থেকে আগত পঙ্গপালের ঝাঁক ফসবল ব্যপক হারে নষ্ট করেছে। রাজ্যের অধিকাংশ জায়গায় রীতিমতো ধ্বংসলীলা চালিয়ে চলেছে।
পঙ্গপালদের উড়ন্ত সন্ত্রাসবাদী আখ্যা দিয়েছেন নেটিজেনরা। এখনও পর্যন্ত পঙ্গপালের দল ৫০হাজার হেক্টর জমি এখন পঙ্গপালের কবলে। রাজস্থানের জয়পুরের বাসিন্দারা তাদের ছাদের ওপর বসে থাকা কয়েক হাজার পঙ্গপালের ছবি দেখে শিউরে উঠেছেন।
বহু নেটিজেনই আবার তাঁদের বাড়ির চারিপাশের পরিস্থিতি শেয়ার করেছেন। অনেকে আশঙ্কা প্রকাশ করেছন, তাহলে ২০২০-ই মানবসভ্যতার শেষ বছর!? আপনাদের জন্য বাছাই করা কয়েকটি ভিডিও। দেখুন-
— Aishwarya_j (@human_afterrall) May 25, 2020
— Ninjaaaa with 4 As (@SecretNinjaaaa) May 25, 2020
The locust menace wave (flying terrorists) Jaipur C scheme pic.twitter.com/6lydniK8hw— Aklesh jain (@advocateaklesh) May 25, 2020
Now Locust Attack in India. What is wrong with you 2020?? pic.twitter.com/nrl8dMiEbq— Mohammed Asif (@GoldenBhakt) May 25, 2020
Locust attack in Jaipur...— Ridhi (@Not_A_Sister) May 25, 2020
That's it, 2020 is the last year for humankind...!!! pic.twitter.com/JsQxRANsA6
Locust swarms ...#Jaipur— Manik (@Manik0226) May 25, 2020
Is it time for Kaalki Avtar now? Or should we start building our own gigantic boats. #locust #swarms pic.twitter.com/bbMVUAndzf
— Vishwas Gupta (@Vishwas49460019) May 25, 2020
Post a Comment